Registration ID :
304903094
পোশাক/বস্ত্র হচ্ছে আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। আমরা যে সব পোশাক পরিধান করি, তার বেশির ভাগই কেটে সেলাই করা। সাধারণভাবে পোশাক বলতে সেলাই করা কাপড়কেই বুঝানো হয়ে থাকে। বর্তমানে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সৌখিন নারী-পুরুষেরা বিভিন্ন ডিজাইনের কাপড় পরার প্রতি আগ্রহী। তাই পোশাক কেনার পাশাপাশি গ্রাহকরা দর্জির কাছ থেকে নিজের ইচ্ছা অনুযায়ী মাপ ও ডিজাইন দিয়ে বিভিন্ন পোশাক তৈরি করে নেয়। এ কারণে কাপড় সেলাই এর ক্ষেত্রে দর্জির চাহিদা সব সময়ই থাকে। পোশাক তৈরি একটা শিল্প এবং এই পেশায় নিয়োজিত শিল্পীদেরকে দর্জি বলা হয়। আমাদের দেশে অন্যান্য বড় শিল্পের মধ্যে পোষাক শিল্প অন্যতম। আর দর্জিরা তো বটেই, বর্তমান সময়ে অনেকেই নিজে নিজেই ছোটখাট পোশাক সম্পর্কিত কাজ নিজেই করে ফেলছেন আধুনিক ও বহনযোগ্য সেলাই মেশিন -এর কল্যানে। অনেকের তো শখই থাকে কাপড়-চোপড় সেলাই করা। আর বাংলাদেশে অনলাইনে সেরা সেলাই মেশিন বা সুইং মেশিন কেনার সবচেয়ে ভাল অপশন দারাজ অনলাইন শপ (Daraz.com.bd)।
একটা সময় ছিলো যখন ঘরে ঘরে সেলাই মেশিন বা সুইং মেশিনের দেখা মিলতো। হাত ও পা দিয়ে চালানো সেইসব সুইং মেশিন প্রায় বিদায় নিলেও তাদের জায়গা দখল করে নিয়েছে আধুনিক সব ইলেকট্রিক সেলাই মেশিন। সেই সাথে আমাদের দৈনন্দিন জীবনেও একটা প্রয়োজনীয় যন্ত্র হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। হাতের কাছে সেলাই মেশিন থাকলে আপনাকে আর যখন-তখন টেইলারের কাছে ছুটতে হবে না। জরুরি প্রয়োজনে, শখের বশে কিংবা দরকারে নিজেই কাপড়ের ওপর চালাতে পারবেন সুঁই-সুতো। সেই সাথে বাঁচবে খরচও। দেশের অনলাইন মার্কেটপ্লেসে বর্তমানে সুলভ মূল্যে সেলাই মেশিনের সমারোহ লক্ষণীয়।
সুইং মেশিন -এর বাংলাদেশী শব্দ হলো সেলাই মেশিন বা সুইং মেশিন। আর মিনি সেলাই মেশিন হলো ছোটখাটো আকারের একটা সুন্দর ও সহজে বহনযোগ্য ইলেক্ট্রিক সেলাই মেশিন। মূলত চীনারা আগেকার এই বড় যন্ত্রটাকে মাত্র ১৯.৫ সেমি. করেছে ঠিকই কিন্তু কার্যক্ষমতাও বেশ ভালো। একটা সাধারণ সেলাই মেশিনের দাম যেখানে ৬০০০-১০০০০ টাকা, সেখানে পোর্টেবল সেলাই মেশিনের দাম মাত্র ১৫০০-২০০০ টাকার আশেপাশে। বর্তমান যুগে সেলাই মেশিন আসলে একটা ইলেক্ট্রনিক যন্ত্র। ব্যাটারী অথবা এডাপ্টরে চলে। অ্যাডাপ্টর অবশ্য সাধারণত আলাদাভাবে কিনে নিতে হয়। ইলেক্ট্রিক সেলাই মেশিনের সাথে থাকে একটি ফুট প্যাডাল, একটি সুঁই, চারটি মেটাল ববিন। সেলাই করার জন্য ব্যাটারী লাগাতে হবে অথবা এডাপ্টর যুক্ত করতে হবে। তিনটি বাটন থাকে সেলাই মেশিনে। উপরেরটি দিলে লাইট জ্বলবে সেলাইয়ের স্থানে যাতে দেখতে সুবিধা হয়। মেশিন চালু করতে মাঝের সুইচ চাপতে হবে। এই কাজ ফুট প্যাডালের সাহায্যেও করা যায়। এটাই আমার মতে সুবিধজনক কারণ প্রয়োজনমত থামা সহজ। আর শেষ সুইচটি গতি কমানো-বাড়ানোর। সাধারণ মেশিনের মতই সুতা প্রবেশ করিয়ে সেলাই করা যায়।
দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজে আপনি পাবেন সুইং মেশিনের দাম অনুযায়ী সবচেয়ে বড় সেলাই মেশিন কালেকশন। এখানে আপনি পাবেন আপনার চাহিদা অনুযায়ী ইলেকট্রিক সুইং মেশিন, পোর্টেবল সেলাই মেশিন, মিনি সুইং মেশিন বা মিনি হ্যান্ডি সুইং মেশিনসহ আরো সব অত্যাধুনিক সব ভালো সেলাই মেশিন। যেহেতু নষ্ট সেলাই মেশিন মেরামত করার ঝামেলা অনেক, তাই আপনার ঘরের নষ্ট সুইং মেশিন মেরামত করার চাইতে দারাজ থেকে নতুন মেশিন কেনাটাই বরং বেশি সহজ হবে। কারণ একমাত্র দারাজই দেশজুড়ে অনুমোদিত ডিস্ট্রিবিউটদের কাছ থেকে সংগ্রহ করা সেলাই মেশিন বিক্রয় করে, যেগুলোর উপর আপনি ভরসা করতে পারেন নিশ্চিন্তে। এক্ষেত্রে গার্মেন্টস সুইং মেশিন ছাড়াও দেশের বাজারে সিঙ্গার সেলাই মেশিন (singer সেলাই মেশিন) ও বাটারফ্লাই সেলাই মেশিন সহ অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের সেলাই মেশিন দারাজ থেকেই বেছে নিতে পারেন।
এখন অনলাইনে সেলাই মেশিনের দরদাম জেনে সব ধরণের সেলাই মেশিন অর্ডার করতে পারেন দারাজে। বর্তমানে দারাজে ওয়ালটন সেলাই মেশিনের দাম ২০২৩ সহ জুকি সেলাই মেশিন দাম উপভোগ করতে পারবেন সাশ্রয়ী পরিসরে। তাই সেলাই মেশিন অর্ডার করতে আজই দারাজে (daraz.com.bd) ভিজিট করতে পারেন। এছাড়া দারাজ মোবাইল অ্যাপ থেকেও এখন সব ধরণের সেলাই মেশিন অর্ডার করতে পারেন। অপেক্ষাকৃত কম দামে সেলাই মেশিন ছাড়াও দারাজে আপনি পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ও ভাউচার। এখন সেলাই মেশিনের পাইকারি দাম উপভোগ করতে পারবেন শুধুমাত্র দারাজেই। তাই ইলেকট্রিক সেলাই মেশিন কম খরচে কিনতে চাইলে এখন সাশ্রয়ী ইলেকট্রিক সেলাই মেশিনের দাম ২০২৩ অনুসারে মিলিয়ে নিতে পারেন দারাজ থেকে। বর্তমানে দেশী-বিদেশী স্বনামধন্য সেলাররা দারাজে মানসম্মত সেলাই মেশিন বিক্রয় করে থাকেন। এক্ষেত্রে সুলভ ওয়ালটন সেলাই মেশিনের দাম উপভোগ করতে পারেন দারাজ অনলাইন শপ থেকেই। সেলাই মেশিন ও ওয়াশিং মেশিন সহ সব ধরণের হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী অর্ডার করে সবচেয়ে দ্রুততম হোম ডেলিভারি এখন শুধুমাত্র দারাজেই পাচ্ছেন।
দারাজ ওয়েবসাইটে আছে ইলেক্ট্রিক সহ যেকোন ধরণ ও ডিজাইনের আধুনিক সেলাই মেশিন -এর সুবিশাল কালেকশন। ঘরে বসেই অনলাইনে কিনে নিতে পারেন আপনার পছন্দের সেলাই মেশিন সেরা দামে(best price in bd)। দারাজে পাবেন সিঙ্গার(Singer) সেলাই মেশিন, কেমেই সেলাই মেশিন, বাটারফ্লাই(butterfly) সেলাই মেশিন, জুকি সেলাই মেশিন সহ দেশী-বিদেশী অনেক জনপ্রিয় ব্র্যান্ডের আধুনিক সেলাই মেশিন। যা কিছু ভাল, সবই পাবেন দারাজ অনলাইন শপ (daraz.com.bd) -তে। এছাড়া চেয়ার, টেবিল সহ সেরা ডাইনিং টেবিলের ডিজাইন দেখে উপভোগ করুন সেরা অনলাইন শপিং-এর দূর্দান্ত অভিজ্ঞতা বাংলাদেশেই।
Registration ID :
304903094