[View Page in English]

পিওরইটঃ বিশুদ্ধ পানির ফিল্টার অনলাইনে

পিউরইট ফিল্টার কিনবেন! দেশে বিশুদ্ধ পানির নিশ্চয়তায় ইউনিলিভার পিওর ইট(Pureit) ওয়াটার ফিল্টার যে একমাত্র আস্থার প্রতিক, একথা হয়ত সবাই জানেন। কিন্তু পানি ফিল্টারিং এর ক্ষেত্রে শুধুমাত্র পিউর ইট পানির ফিল্টার -এ কেন ভরসা রাখবেন? আসলে বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ মানুষের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার কথা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। শুধু দুষিত পানির কারনেই সারা বছর জুড়ে হাজার হাজার শিশুর ডায়রিয়া, কলেরা ও জন্ডিস সহ বিভিন্ন প্রকার মারাত্মক পানিবাহিত রোগের কারনে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখা যায়। যার দায় অধিকাংশ ক্ষেত্রেই পানির ভিতরে থাকা অতি ক্ষুদ্র জীবন নাশকারী জীবানূর কারনেই হয়ে থাকে, জীবাণুর কণা গুলো এতই ক্ষুদ্র যে মাইক্রোসকোপ ছাড়া খালি চোখে এদেরকে দেখা কোন ভাবেই সম্ভব নয়, আর তাই এদেরকে প্রতিহত করতে ভাল মানের পানির ফিল্টার এর দরকার হয়। আর যে হারে প্রতিনিয়ত দেশে পানযোগ্য সুপেয় ও বিশুদ্ধ পানির ঘাটতি দেখা যাচ্ছে, তাতে করে তো একটি মানসম্মত বিশুদ্ধ পানির ফিলটার প্রতিটি বাসায় যেন না থাকলেই নয়। আর পানির বিশুদ্ধতার খাতিরে কখনোও আপস না করা পিওরইট পানির ফিল্টার এক্ষেত্রে সঠিক ওয়াটার পিউরিফায়ার হিসেবেই সব দিক দিয়ে বিবেচিত হয়। ভাবতে পারেন, পিউরিট ফিল্টার এদেশে কেন এত বেশি জনপ্রিয়। পিওরিট ফিল্টারের জনপ্রিয়তার পিছনে সবচেয়ে বড় কারন হল সুলভ মূল্যে আকর্ষণীয় সব ফিচার একসাথে উপভোগ করার সুবিধা। উল্লেখ্য, জার্ম কিলার কিট বা জীবাণু প্রতিরোধী যন্ত্র পানির ফিল্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা একটি ওয়াটার ফিল্টারে যেন না থাকলেই নয়। তবে স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠান পিওর ইট এক্ষেত্রে সাধারণ ফিল্টার এর তুলনায় অনেকাংশেই আলাদা। আর তাই পিউরিটের মাধ্যমে একদিকে যেমন জীবাণু প্রতিরোধ করা যাবে, ঠিক তেমনি আয়রন এর ঝামেলা থেকেও অনেকাংশে মুক্তি লাভ করা সম্ভব হবে। গ্রাম কিংবা শহরে সবখানেই আয়রন এক ভয়াবহ আতংকের নাম, যেটা দীর্ঘদিন অবহেলার কারনে টিউমারের রূপ ধারণ করতে পারে। এর সমাধান খুবই সাধারণ, বাসায় একটি পিওররিট পানির ফিল্টার এনে জীবাণু ও আয়রনকে মুক্তি দিন চিরতরে। আর জনপ্রিয় ও সুপরিচিত ব্র্যান্ড ইউনিলিভার এর পিউরইট ওয়াটার ফিল্টার এখন লোকাল বাজারের তুলনায় অনলাইনে খুঁজে পাওয়া আরও বেশি সহজ। ব্যাপক ছাড়ে বেস্ট ডিল উপভোগ করতে চাইলে পিওর ইট পানির ফিল্টার শপিং করতে পারেন অনলাইনেই।

পিওর ইট ফিল্টার এর ব্যবহারবিধি

পিউর ইট ফিল্টার এর কার্যকারিতা যেমন অসীম, এই ফিল্টারের ব্যবহারবিধি যেন তেমনি সহজ। শধু নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ব্যবহার করলে ফিল্টার ব্যবহারের ঝুঁকি যেমন কম থাকে, ঠিক তেমনি ফিল্টার কেনার উদ্দেশ্য পূরণ হবে সফল ভাবে। আর পিওর ইট(pureit filter) এর ক্ষেত্রে যেসব নিয়মকানুন না মানলেই নয় - ফিল্টারে দীর্ঘদিন জমে থাকা পানি স্বাস্থ্যের জন্য প্রচন্ড মাত্রায় ক্ষতিকর, এরকম পানিতেই জীবাণুর বাসা বাধার সম্ভাবনা প্রবল মাত্রায় বাড়ে। তাই সবচেয়ে ভাল হয় ফিল্টারের পানি প্রায় প্রতিদিনই বদল করে ফেলা। বেশি দিন পানি জমা থাকলে তো সেটা এমনিতেই দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তবে পিওরইট ফিল্টারের কার্টিজ যদি সময়মত পরিবর্তন করা যায়, তাহলে বিপদের আশংকা অনেকটাই কমে যায়। আর পিওর ইটের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল এটার গায়ে থাকা ইন্ডিকেটর আপনাকে সময়মত ইন্ডিকেটর পরিবর্তনের নোটিফিকেশন জানিয়ে দিবে। বিশেষত, দেড়হাজার লিটার পানি ফিল্টার করার পরই পিউর ইট তার ইন্ডিকেটরের মাধ্যমে নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে জানাতে থাকে। আর ফিল্টারের অন্যতম অবিচ্ছেদ্য অংশ মাইক্রো ফাইবার ম্যাশ বা ছাঁকনি প্রতি সপ্তাহে পরিষ্কার করার পাশাপাশি বছরে কয়েকবার বদলাতে পারলেই বিশুদ্ধ ও নিরাপদ পানি পাওয়ার নিশ্চয়তা অনেকাংশে বেড়ে যাবে।

ইউনিলিভার পিওর ইট - পানির ফিল্টার অর্ডার করুন দারাজে

অনলাইনে ইউনিলিভার পানির ফিল্টার(Unilever Filter) কিনতে চান? আন্তর্জাতিক মানসম্মত কোম্পানি ইউনিলিভার পিওরইট এর ওয়াটার ফিল্টার ছাড়াও ওয়াটার পিউরিফায়ার ও ওয়াটার ডিসপেন্সার কিনতে এখন নিশ্চিন্তে ভিজিট করতে পারেন দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ(Daraz.com.bd) বাংলাদেশে। দারাজ শপের ইউনিলিভার পিওর ইট অনলাইন স্টোরে মানসম্মত ফিল্টার জার্ম কিল কিট ছাড়াও এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিজাইন সংবলিত পিওর ইট ইলেকট্রিক পানির ফিল্টার, ক্ল্যাসিকাল ডিভাইস যেগুলো সাধারণত ওয়াটার ফিল্টার বা ওয়াটার পিউরিফায়ার নামেই দেশের বাজারে সর্বাধিক পরিচিত। তবে ক্রেতাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হল সাধ্যের মধ্যে যেকোন সাইজের অথবা ধারণক্ষমতার পিওর ইট বিশুদ্ধ পানির ফিল্টার আপনি বেশ স্বাচ্ছন্দ্যেই এখন বেছে নিতে পারবেন দারাজ এর সবচেয়ে জনপ্রিয় ইউনিলিভার পিওরইট অফিশিয়াল কালেকশন থেকে। এছাড়া নতুন মডেলের পিওর ইট ওয়াটার পিউরিফার কিনতে চাইলে নিশ্চিন্তে ভিজিট করতে পারেন দারাজ বাংলাদেশের(daraz.com.bd) অফিশিয়াল ওয়েব পেজে। দারাজ বিডির সর্বাপেক্ষা যাচাইকৃত এই পেজ থেকে এখন পছন্দের কালার অনুসারে বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড ইউনিলিভার পিওর ইট এর যেকোন ওয়াটার ফিল্টার বা পিউরিফায়ার খুব সাবলিল উপায়ে শপিং করে নির্দিষ্ট ঠিকানায় হোম ডেলিভারি উপভোগ করতে পারেন খুব দ্রুত সময়ে।

পিওরইট ফিল্টার এর দাম - সাশ্রয়ী মূল্যের নিশ্চয়তা

নিজস্ব চাহিদা অনুসারে সুলভ মূল্যে ইউনিলিভার পিওর ইট পানির ফিল্টার দারাজ অনলাইন স্টোর থেকে কিনতে ব্যবহার করতে পারেন দারাজের সহজ প্রাইস ফিল্টার মেন্যু। এই মেন্যু ব্যবহার করে এখন সবচেয়ে কম দামের ফিল্টার থেকে শুরু করে সবচেয়ে বেশি দামের ফিল্টার বেছে নেওয়া দারাজে আপনার জন্য সবচেয়ে সহজসাধ্য ব্যাপার হবে। আর দারাজে পিওর ইট পানির ফিল্টারের দাম ২০২৩ অনুসারে কত সেটা জানতে দারাজের লেটেস্ট কালেকশনে থাকা সকল ফিল্টার সামগ্রীতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। বর্তমানে আপনার হাতের নাগালে একমাত্র দারাজই দিচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ডিসকাউন্ট অফার, যার মাধ্যমে Unilever Pureit পানির ফিল্টার এর দাম বাজেট মূল্যে উপভোগ করা অনেক বেশি সহজ হবে। তাছাড়া দারাজে খুঁজে পাবেন বেশ কিছু আকর্ষণীয় ব্র্যান্ড ভাউচার সহ অন্যান্য বিভিন্ন মাত্রার ডিসকাউন্ট ভাউচার, যেগুলো পিওরইট পানির ফিল্টারের দাম সুলভ মূল্য পরিসরে দারাজ থেকে লুফে নিতে খুব ভাল ভাবেই আপনার কাজে লাগবে। এছাড়া অনলাইনে পিওর ইট বাংলাদেশ লিখে সার্চ করে দারাজে পিওর ইট এর দাম(price in bd) সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন। পিওর ইট ওয়াটার ফিল্টার এর দাম ছাড়াও অন্যান্য ওয়াটার ফিল্টার এর দাম সুলভ পরিসরে পেতে Daraz.com.bd আপনার নির্ধারিত আস্থার প্রতীক হতে পারে। এছাড়া পানির পাম্পের দাম (price গাজী পানির পাম্প দাম কত) জানতে পারবেন দারাজ থেকে।

পিওর ইট ফিল্টার ছাড়া আরও দেখতে পারেন,
ফ্রিজ | গ্যাস স্টোভ | মাইক্রোওয়েভ ওভেন | ওয়াশিং মেশিন