Registration ID :
304903094
প্রযুক্তি আমাদের জীবনকে করেছে উন্নত, দিয়েছে নতুন মাত্রা। আমাদের প্রতিদিনকার জীবনে এখন অনেক নিত্যনতুন ডিভাইসই জায়গা করে নিয়েছে যা খুব একটা পরিচিত ছিলো না আগে। প্রজেক্টর বর্তমান ডিজিটাল দুনিয়ায় তেমনই একটি প্রয়োজনীয় কম্পিউটার অনুষঙ্গ। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন কিংবা ঘরের মধ্যে বড় পর্দার স্বাদ পেতে প্রজেক্টরের বিকল্প কেবলই একটি ভাল মানের প্রজেক্টর। ভালো প্রজেক্টর থাকলে অনেক মানুষ মিলে সিনেমা দেখা, প্রেজেন্টেশন সহ বিভিন্ন কাজ হয়ে যায় সহজ। একটি প্রজেক্টর পারে বাসা কিংবা অফিসকে অন্য রকম মাল্টিমিডিয়া অনুভূতি দিতে। আর সাথে যদি থাকে ভাল মানের কোন হোম থিয়েটার, তবে তো কথাই নেই। খেলা দেখার প্রজেক্টর, মিটিং রুমে প্রেজেন্টেশন কিংবা বেডরুমে বড় পর্দার স্বাদ পাবেন নিশ্চিতভাবেই। এইসব কারণে অনেকদিন ধরেই প্রজেক্টর কিনতে চাইছেন? কিন্তু ভাল প্রজেক্টর এর দাম কত কিংবা প্রজেক্টর কোথায় পাওয়া যায় তা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় কেনা হচ্ছে না? তবে আপনার জন্য দারাজ বাংলাদেশ হতে একটি সেরা গন্তব্য যেখানে ভিজিট করে আপনি ঘরে বসেই জানতে পারবেন সেরা প্রজেক্টরের দাম ২০২০ সালের আপডেটেড মূল্যতালিকা অনুযায়ী। এছাড়া আপনার বাজেট যদি কম হয় তবে দারাজের প্রাইস ফিল্টার ব্যবহার করে সহজেই খুঁজে নিতে পারবেন মনের মতো কম দামে ভালো প্রজেক্টর। শুধু তাই নয় পছন্দের প্রজেক্টর খুঁজে পেতে আপনি এখানে পাবেন প্রজেক্টর সাইজ, ওয়াল মাউন্ট ধরণ ও প্রজেক্টর ওয়ারেন্টি ধরণ দেখে কেনার সুযোগ। আপনি যদি ঝামেলাহীন প্রজেক্টর কিনতে চান তবে ভালো প্রজেক্টর ব্যবহার করেছে এমন কাউকে জিজ্ঞেস করে, অনলাইনে ভালো প্রজেক্টর এর রিভিউ দেখে কিংবা দারাজ ওয়েবসাইটে প্রোজেক্টরের ইউজার রিভিউ ও রেটিং দেখে অর্ডার করতে পারেন সময়ের সেরা প্রজেক্টরটি অপেক্ষাকৃত কম দামে।
অফিসিয়াল প্রেজেন্টেশন ছাড়াও একটি প্রজেক্টর(projector) দিয়ে করা যায় বাহারি কাজ। মুভি বা সিনেমা দেখার জন্য বড় টেলিভিশন স্ক্রিন বানানো যাবে প্রজেক্টর দিয়ে। ছোট ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার এর সাথে সংযুক্ত করে বড় পর্দায় কাজ করা যাবে নিমিষেই। এতে করে রুমের সবার নজর ফেরানো যাবে স্ক্রীনের দিকে। প্রযুক্তির আধুনিকায়নের এই আধুনিক যুগে, প্রজেক্টর বিহীন অফিস, ক্লাসরুম কিংবা মিটিং রুম চিন্তা করা বেশ কঠিন। এছাড়া প্রজেক্টর চালানোর নিয়ম জানলে বন্ধুরা সবাই একসাথে বসে খেলা উপভোগের জন্য প্রোজেক্টর হতে পারে চমৎকার একটি মাধ্যম। এর ফলে মাঠে না থেকেও মাঠের অনুভূতি পাওয়া যাবে অনেকটাই। বলা যায়- একটা ভালো মানের প্রজেক্টর টিভি থাকলে অনেক কিছুই হবে চমৎকার উপায়ে। এছাড়া বাংলাদেশে প্রজেক্টর এর ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে বলে বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য প্রজেক্টর ভাড়া দেয়া হয়। আবার অনেকেই কম দামি প্রজেক্টর কিনে পরে পস্তায়। তখন প্রজেক্টর মূল্যকেও ছাড়িয়ে যায় প্রজেক্টর মেরামত খরচ। দেখেশুনে সেরা মানের একটি প্রজেক্টর কিনলে অনেক দিক থেকেই আপনি থাকবেন নিশ্চিন্ত। তাই প্রোজেক্টর কেনার আগে কিছু বিষয়ে সচেতন থাকা বা ভাল প্রজেক্টর চেনার উপায় জানা উচিৎ যাতে আর পরে পস্তাতে না হয়-
১) উজ্জ্বলতা ও কন্ট্রাস্ট রেশিও (Brightness & Contrast Ratio)
প্রজেক্টর এর গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রজেক্টরের ব্রাইটনেস বা উজ্জ্বলতা। কারণ এর ওপর নির্ভর করে আপনি কেমন আলোতে প্রজেক্টর চালাতে পারবেন। তাই কেনার আগে প্রোজেক্টরের ব্রাইটনেস কত লুমেন্স (LUMENS) তা জেনে নিন। লুমেন্স বেশি হলে আপনি কম আলোতে প্রোজেক্টর চালাতে পারবেন। আবার উল্টোটা হলে বেশি আলোর দরকার পড়বে। আর প্রোজেক্টরের কন্ট্রাস্ট রেশিও যত বেশি হবে তত ঝকঝকে ছবি পাওয়া যাবে। তাই কন্ট্রাস্ট রেশিওর ব্যাপারে খেয়াল রাখা উচিৎ।
২) রেজুলেশন (Resolution)
প্রোজেক্টর কেনার আগে অবশ্যই যে প্রোজেক্টর কিনছেন সেটার রেজুলেশন জেনে নেবেন। বর্তমানে বাজারে বিভিন্ন রেজুলেশনের প্রোজেক্টর পাওয়া যায়, সেগুলো হল- SVGA (800 x 600), XGA (1024 x 768), WXGA (1280 x 800), HD (1920 x 1080) এবং 4K (4096 x 2160)। মনে রাখবেন, আপনার প্রজেক্টরের রেজুলেশন যত বেশি হবে তত চমৎকার ভাবে ফুটবে ছবি।
৩) ল্যাম্প লাইফ (Lamp Life)
কেনার আগে প্রজেক্টরের ল্যাম্প লাইফ চেক করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি প্রোজেক্টর সর্বমোট কত ঘণ্টা চলবে সেই মেয়াদকাল নির্দেশ করে এই ল্যাম্প লাইফ। যেমন- ১৫০০০ ঘন্টা বা ২০০০০ ঘন্টা। যত বেশি ল্যাম্প লাইফ থাকবে তত দীর্ঘদিন চলবে আপনার প্রজেক্টর। তাই প্রোজেক্টর কেনার আগে অবশ্যই জেনে নিন আপনি যে প্রোজেক্টর কিনছেন সেটার ল্যাম্প লাইফ কত ঘণ্টা।
৪) ব্র্যান্ড ও ওয়ারেন্টি (Brand & Warranty)
ভালো ব্র্যান্ডের পাশাপশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রজেক্টরের ওয়ারেন্টি। কারণ ইলেকট্রিক ডিভাইস যেকোন সময় ঝামেলা করতে পারে। সেক্ষেত্রে প্রজেক্টরের ওয়ারেন্টি থাকলে অনেকটাই থাকা যায় নিশ্চিন্ত। আর ভালো ব্র্যান্ডের টেকসই প্রজেক্টর আপনাকে দিতে পারে দীর্ঘদিন ধরে চমৎকার সার্ভিস।
দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল দারাজ (daraz.com.bd) এবার নিয়ে এল স্বাচ্ছন্দ্যে ঘরে বসে স্মার্ট ৩ডি প্রজেক্টর কেনার সেরা সুযোগ। মিনি প্রজেক্টর, পোর্টেবল প্রজেক্টর, পকেট প্রজেক্টর, মাল্টিমিডিয়া প্রজেক্টর, মোবাইল প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর, এলসিডি প্রজেক্টর কিংবা এলইডি প্রজেক্টর; বড় প্রজেক্টর বা ছোট- সব ধরণের প্রজেক্টরই পাবেন দারাজ ওয়েবসাইটে। মার্কেটের সেরা প্রজেক্টর সেটের দাম পেতে যে কোন সময় ঘুরে আসতে পারেন দারাজ বাংলাদেশের ওয়েবসাইট থেকে। অনেকেই প্রজেক্টর মোবাইল এর দাম বা প্রজেক্টর মোবাইল দাম জেনে মোবাইল ফোনে প্রজেক্টর বা স্মার্ট ফোন প্রজেক্টর ব্যবহার করতে চান। কিন্তু ডিজিটাল প্রজেক্টর এর দাম কিছুটা বেশি হলেও তা আপনাকে অনেক বেশি ভালো সার্ভিস দেবে। এছাড়া দারাজে পাওয়া যাবে সনি, ওয়ালটন, ফিলিপস, ডলফিন সহ বিভিন্ন সেরা ব্র্যান্ডের প্রজেক্টর কালেকশন। এখানে ভিজিট করে আপনি জানতে পারবেন মিনি প্রজেক্টর দাম বাংলাদেশ সহ সব ধরণের টিভি প্রজেক্টর(projector) এর দাম ২০২০(price in bd) অনুসারে আপডেটেড মূল্যতালিকা। দারাজে প্রোজেক্টরের দাম বাংলাদেশের অন্যান্য মার্কেট প্লেস থেকে অপেক্ষাকৃত কম। এছাড়া দারুণ সব ডিসকাউন্ট অফার ও ভাউচারের মাধ্যমে পছন্দের সেরা প্রজেকটর দাম অনুসারে সেরা রেটে অর্ডার করলেই ঢাকা (Dhaka), চট্টগ্রাম (Chottogram) সহ সারাদেশের যেকোন স্থানে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। সেই সাথে ক্যাশ-অনের মতো সহজ লেনদেন প্রক্রিয়া, ৭ দিনের ইজি রিটার্ন পলিসি ও প্রয়োজনীয় ব্র্যান্ড ওয়ারেন্টির ফলে আপনি পাচ্ছেন বাংলাদেশে ঘরে বসে সবচেয়ে কম বাজেটে প্রজেক্টর কেনার সেরা সুযোগ। এছাড়া দারাজে পাবেন প্রজেক্টর লেন্স, প্রজেক্টর স্ক্রিন, প্রজেক্টর এর পর্দা সহ বিভিন্ন প্রজেক্টর এক্সেসরিজ সবচেয়ে সেরা দামে।
প্রজেক্টর ছাড়াও এখানে পাওয়া যাবে -
Registration ID :
304903094